তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় ২০ বছর বয়সী এক ভারসাম্যহীন নারী সঙ্ঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনার অভিযোগে চার ধর্ষককে আটক করেছে পুলিশ। তারা ট্রাক চালক বলে জানা যায়।
বুধবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর এলাকা থেকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ্য করেন। এ ঘটনায় ধর্ষিতার কোন ওয়ারিশ না থাকায় স্থানীয় গ্রাম পুলিশ হাবিবুল্লাহ বাদী হয়ে তাদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করছে বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার মানিকচর এলাকার মিন্টু মিয়ার ছেলে মো.হাসান (১৮), একই উপজেলার নামুজা গ্রামের পলাশের ছেলে রাজিব (২০), একই জেলার শিবগঞ্জ উপজেলার হরিপুর এলাকার মানিকের ছেলে হানিফ (২০), একই এলাকার চাদিনা দক্ষিণপাড়া এলাকার মালেক মিয়ার ছেলে সোহেল।
জানাযায়, রাত আনুমানিক ১২টার দিকে বাংলাবান্ধা স্থলবন্দরের প্রথম গেইটে ওই নারীকে ধরে নিয়ে আসেন তারা। পরে তারা জোরপূর্বক মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ করতে থাকলে বন্দরের নিরাপত্তা প্রহরী তাদেরকে রাত ৩ টার দিকে তাদের আটক করে। পরে তাদেরকে তেঁতুলিয়া মডেল থানায় পুলিশের কাছে সোপর্দ্য করে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, মানসিক ভারসাম্যহীন নারী ধর্ষণের অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করা হয়েছে। সকল আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.