শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি -
দিনাজপুরের বিরামপুর রেলস্টেশনে আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি, সকল আন্তঃ নগর ট্রেনের আসন বৃদ্ধি, পুলিশ ফাঁড়ি স্থাপন, রেলগেট সম্প্রসারণের গণদাবীতে আগামীকাল বুধবার ১৯ নভেম্বর ২০২৫ সকাল ১০ টায় বিরামপুর রেলস্টেশনে মানববন্ধনের আয়োজন করেছেন বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্ট।
মানববন্ধন সফল করার লক্ষ্যে আজ মঙ্গলবার বেলা ১১ টায় শহরের ঢাকামোড়ে মান্নান কমপ্লেক্সের ২য় তলায় সাংবাদিক সম্মেলন করেছে সংগঠনটি।
এতে বক্তব্য রাখেন, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, দিনাজপুর দক্ষিণাঞ্চল উন্নয়ন ফোরাম (দিদউফ) এর সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, বিরামপুর পেশাজীবি ঐক্য ফ্রন্টের সংগঠক সিনিয়র সাংবাদিক মাহমুদুল হক মানিক, বিরামপুর প্রেসক্লাব (কলেজবাজার) এর সভাপতি সিনিয়র সাংবাদিক মোরশেদ মানিক, বিরামপুর জেলা বাস্তবায়ন কমিটির জনসংযোগ সম্পাদক সৈয়দ গোলাম মোর্শেদ সৈকত সহ সামাজিক নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বিরামপুর রেলস্টেশন হতে প্রতি মাসে আয় প্রায় পঞ্চাশ লক্ষ টাকা। দৈনিক হাজারেরও বেশি যাত্রী যাতায়াত করে। আশপাশের কয়েক উপজেলার জনগণ বিরামপুর রেলস্টেশনের উপর নির্ভরশীল। এছাড়া বিভাগীয় রংপুর শহরে যাতায়াত ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং উপরের উল্লেখিত বিষয়গুলি দীর্ঘ দিনের গণমানুষের প্রানের দাবী।
এসময় উপস্থিত ছিলেন অপরুপ বিরামপুর ফেসবুক পেইজ এর এডমিন আব্দুর রাজ্জাক, পেশাজীবি ঐক্য ফ্রন্টের নেতা কর্মী ও সর্বস্তরের পেশাজীবি সংগঠনের নেতা-কর্মী সহ বিভিন্ন ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.