মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকা বেলগাছি গ্রামের হাজিমোড় দাস পাড়ার স্বাধীন দাসের ছেলে অর্পণ দাস( ৩)বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা খেলতে যেয়ে অসাবধানতায় পুকুরের পানিতে পড়ে মারা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির আঙিনায় খেলছিল অর্পণ। একসময় পরিবারের অজান্তে পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। ওই সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, পৌর এলাকা বেলগাছি গ্রামে পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশু অর্পণ মারা গেছে। এ ঘটনায় মৃতের পরিবার থেকে অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.