আজকের ক্রাইম ডেক্স
রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযান চালিয়ে একতা এক্সপ্রেস ট্রেনের চালের বস্তার মধ্যে লুকানো দেশীয় পিস্তল, একটি রাউন্ড অ্যামুনিশন এবং চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে উত্তরা আর্মি ক্যাম্পের ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের কয়েকটি বগি তল্লাশি করার সময় এই অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। অভিযান চলাকালীন চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে পৌঁছানোর সময় ৩–৪ জন ব্যক্তি কিছু চালের বস্তা নির্দিষ্ট বগিতে রেখে চলে যান। পরে সেই বস্তাগুলো থেকে অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানিয়েছে, এই ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তের জন্য গোয়েন্দা কার্যক্রম ও তদন্ত অব্যাহত রয়েছে। তারা আরও জানিয়েছেন, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ, এবং সন্ত্রাস ও নাশকতা দমনে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.