মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জামায়াতের জেলা আমীর ও চুয়াডাঙ্গা- ২ আসনের জামায়াত প্রার্থী এ্যাঃ রুহুল আমিন বলেছেন
জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে না,সঠিক পথে চলার দিকনির্দেশনা।দেখায় ভাল কাজের পথ।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে জামায়াতের এক মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি সুমাইয়া নূর সিদ্দিকার সভাপতিত্বে জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত প্রার্থী রুহুল আমিন বলেন, “আমরা নাকি মানুষের কাছে জান্নাতের টিকিট বিক্রি করি, এ ধরনের কথা জামায়াতে ইসলামীর কেউ কখনো বলে না।”
তিনি বলেন, “আমাদের অনেক নেতাকে বিচারবহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। আমাদের অফিসগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। নেতাদের জুডিশিয়াল কিলিং করা হয়েছিল। আমরা সবাই ন্যায় ও ইসলামপন্থি।”
জামায়াতের এই নেতা বলেন, “সামনে যে নির্বাচন আসছে- এ নির্বাচন শহীদের রক্তের বদলা নেওয়ার নির্বাচন। মানুষের অধিকার প্রতিষ্ঠা করার নির্বাচন। বাংলাদেশ থেকে চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত হওয়ার নির্বাচন।”
সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী ফিরোজা ইয়াসমিন বিউটি।
আরও উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ, জেলা জামায়াতের নায়েবে আমির আজিজুর রহমান।এসময় সমাবেশ জামায়াতের বিভিন্ন স্তরের মহিলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.