ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের বাসিন্ডা ইউনিয়নের আগরবাড়ী এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে মোঃ মনির হোসেন প্রতিদিনের ন্যায় গত ৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে ঝালকাঠি থেকে এক জন নারী ও দুই জন পুরুষ ৬৫০ টাকায় ভাড়া করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের সাথে আসা-যাওয়ার চুক্তি হয়েছে।
বরিশাল মেডিকেলের সামনে বসে তাকে চা খাওয়ায় ।
এরপর তিনি অচেতন হয়ে পড়ে। স্থানীয়রা হাসপাতালের পিছনের রাস্তার পাশে কুকুরে কাপড়চোপড় টেনে নিচ্ছে দেখে তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে স্বজনরা ঝালকাঠি হাসপাতালে নিয়ে আসেন।
অটো চালক মোঃ মনির হোসেন সরকারি তালিকাভুক্ত প্রতিবন্ধী তার মা জমিনা তিনি ভিক্ষা করে সংসার পরিচালনা করেন তিনিও শারীরিকভাবে অসুস্থ।
অটো রিক্সাটা চুরি হওয়ার পরে পরিবার নিয়ে না খেয়ে দিন কাটাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.