এস. এম সাইফুল ইসলাম কবির, সুন্দরবন থেকে ফিরে :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেদুবলার আলোরকোলের ডিমেরচরে সোমবার দুপুরে হরিণ শিকারীদের হামলায় আহত হয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা রানা দেব।
আহত রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব জানান, সোমবার (৩ নভেম্বর) বেলা দেড়টার দিকে দুবলার আলোরকোল এলাকার ডিমেরচর বনাঞ্চলে হেটে টহলের সময় বনের মধ্যে হরিণ ধরার জন্য শিকারীদের পেতে রাখা ফাঁদ দেখতে পান। এ সময় বনের মধ্যে তল্লাশি করে ৪/৫ জন লোক দেখতে পেয়ে তাদের ধরার জন্য বনরক্ষীরা ধাওয়া করে। এসিএফ রানা দেব দৌড়ে একজন শিকারীকে ধরে ফেলেন। এ সময় অন্য শিকারীরা এসিএফকে বেধড়ক মারধর করে ধরে রাখা শিকারীকে ছিনিয়ে নিয়ে বনের মধ্যে পালিয়ে যায়।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে ১৮টি হাঁটা ফাঁদ জব্দ করেন।
আহত এসিএফ কে দুবলার অস্থায়ী স্বাস্থ্য সেবা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ সুহাস রন্জন হালদার বলেন, মারধরে আহত এসিএফের আভ্যন্তরীন আঘাতের বিস্তারিত বুঝতে তাকে দ্রুত এক্সরে করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।ছবি সংযুক্ত আছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.