মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
'সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন এবং সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার যৌথ আয়োজনে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। সকালে সমবায় বিভাগ, চুয়াডাঙ্গার প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি ও পদযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে “৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫” উপলক্ষে এক আলোচনা সভা ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.