এস. এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামি, মোরেলগঞ্জ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে ভয়াল ২৮ অক্টোবরের লগি-বৈঠার তাণ্ডবে শহীদদের স্মরণে ও রক্তপাতের প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে মোরেলগঞ্জ পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কাপুডিয়াপট্রি চত্বরে সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাগেরহাট -৩ আসনের গণমানুষের নেতা অধ্যক্ষ আব্দুল আলিম, উপজেলা আমির মাওলানা শাহাদাত হোসেন নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, পৌর সভাপতি মাস্টার রফিকুল ইসলাম পৌর সাধারণ সম্পাদক মাস্টার আলামিন হাওলাদার উপজেলা যুব নেতা শফিউল আযম সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, “২৮ অক্টোবরের ঘটনায় যারা শহীদ হয়েছেন, তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।”
বিক্ষোভ মিছিলে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।###
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.