বিশেষ প্রতিনিধি।।নীলফামারীর ডিমলায় বেপরোয়া পিকআপ ভ্যানের ধাক্কায় নানি সুর্য খাতুন(৫৫) ও তার ১৪ দিন বয়সি নবজাতক নাতনি সামিয়া আক্তারের মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের গয়াবাড়ী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন ঘোড়ামারা চৌপতি নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।নিহত সুর্য খাতুন গয়াবাড়ী ইউনিয়নের শুটিবাড়ি বাজার এলাকার আব্দুস ছাত্তার খানের স্ত্রী ও শিশুটি তাদের সম্পর্কে নাতনি।একালাকাবাসি সূত্রে জানা যায়, সকালে সুর্য খাতুন তার নবজাতক নাতনিকে নিয়ে রাস্তা পারাপারের সময় হঠাৎ বেপরোয়া দ্রুতগতির তিস্তা ক্রপ কেয়ার রংপুর ন-১১-১৭১৬ নম্বরের একটি মালবাহি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশু সামিয়া মারা যায়।গুরুতর আহত অবস্থায় শিশুটির নানি সুর্য খাতুনকে স্থানীয়রা উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দুর্ঘটনার পর পিকআপচালক পালিয়ে গেলেও থানা পুলিশ ঘাতক পিকআপটিকে আটক করেছেন।এ ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় নানি ও নবজাতক নাতনির মৃত্যুর ঘটনায় চালক পালিয়ে গেলেও পিকআপটি আটক করা হয়েছে।নিহতদের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.