মোঃ শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি -
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে এক প্রাণবন্ত পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ২টা ৩০ মিনিটে বিরামপুর শিমুলতলী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন,সদস্য,জাতীয় স্থায়ী কমিটি,বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন মোঃ আঃ মাবুদ খন্দকার,সভাপতি,৭নং ওয়ার্ড বিএনপি;
এবং সঞ্চালনায় ছিলেন মোঃ নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক,৭নং ওয়ার্ড বিএনপি। পথসভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, > “বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জনগণের দল,এই দল দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সব সময় জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশকে গণতন্ত্র, ন্যায় ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই। ধানের শীষ জনগণের আশার প্রতীক, তাই এই প্রতীকে ভোট দিয়ে দেশ বাঁচাতে হবে।”
> “জনগণের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজ দেশের মানুষ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, মুক্তির পথ চায়। বিএনপি সেই পরিবর্তনের বাহক হয়ে মাঠে আছে।” > “বিএনপি ক্ষমতায় গেলে কৃষক, শ্রমিক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হবে। দেশে দমন-পীড়নের রাজনীতি নয়, প্রতিষ্ঠিত হবে স্বাধীন ও স্বচ্ছ প্রশাসন।”
আমাদের দল যদি দেশ পরিচালনার দায়িত্ব পায়,তাহলে জনগণের জীবনে উন্নয়ন,স্বস্তি ও গণতন্ত্রের সুরক্ষা নিশ্চিত হবে।” সভায় বক্তারা ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘বেগম খালেদা জিয়া জিন্দাবাদ’ ধ্বনিতে মেতে ওঠেন। শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। আয়োজনে ছিলেন,৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন,বিরামপুর,দিনাজপুর। সভায় বক্তারা আরও বলেন, > “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ ঐক্যবদ্ধ। দেশের মানুষ তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতুন আশার আলো দেখছে।” সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘শহীদ জিয়া অমর হোক’, ‘বেগম খালেদা জিয়া জিন্দাবাদ’, ‘ধানের শীষে ভোট দিন’— এসব স্লোগানে পুরো মাঠ প্রকম্পিত করে তোলেন। শেষে বক্তারা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। আয়োজনে: ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.