শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-
দিনাজপুরের বিরামপুর উপজেলার ভগবতীপুর গ্রামের পাশে ছোট যমুনা নদীতে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল ও শয়তান জাল সহ অনেক ধরনের অবৈধ জাল দিয়ে মাছ ধরার সময় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।
সোমবার (২০অক্টোবর) দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ছোট যমুনা নদীতে অবৈধ নিষিদ্ধ কারেন্ট জাল, শয়তান জাল দিয়ে মাছ ধরার খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশনায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি,এর নেতৃত্বে অভিযানকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে অসংখ্য অবৈধ নিষিদ্ধ জাল উদ্ধার করেন পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন মোবাইল কোর্টের মাধ্যমে নদীর বালি ও বাঁশের চাটাই দিয়ে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে পানি প্রবাহ প্রতিবন্ধকতা এবং নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ও অন্যান্য জলজ প্রাণীর চলাচলের বাধা সৃষ্টি ও ক্ষতি করার দায়ে একজনকে ৫,০০০ টাকা জরিমানা করেন। অভিযান শেষে উপজেলা পরিষদ চত্বরে উদ্ধারকৃত সব অবৈধ নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি জানান,গাছের ডাল ও ঝোপঝাড় দিয়ে মাছ ধরার কাটা তৈরি করে এবং নদীতে কৃত্রিম বাঁধ সৃষ্টি করে বা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার আইনত দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.