বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজে বিপিএড ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় বরিশাল সদরের কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল এবং বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের ডিরেক্টর ড. তারেক হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল জেলা ক্রীড়া অফিসার মো. সাইদুল ইসলামসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ মো. রুবেল খান।
প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির মাননীয় উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “শারীরিক শিক্ষার শিক্ষাকর্ম শুধু শারীরিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যম নয়, বরং এটি মানবিক গুণাবলি, নেতৃত্বগুণ ও শৃঙ্খলার উৎকর্ষ সাধনের একটি অনন্য পদ্ধতি। জাতীয় ও আন্তর্জাতিক খেলোয়াড় তৈরিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে দক্ষ শারীরিক শিক্ষাবিদদের ভূমিকা অপরিহার্য। শিক্ষার্থীদের মানবিকতা, সুস্থতা এবং নেতৃত্বগুণ বিকাশে শারীরিক শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই ভবিষ্যতের শিক্ষকদের এই দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে হবে।”
প্রধান অতিথি শিক্ষার্থীদেরকে একাডেমিক কর্মকাণ্ডের পাশাপাশি চারিত্রিক গুণাবলি, দলগত মনোভাব ও নৈতিকতার বিকাশে মনোযোগী হওয়ার আহ্বান জানান।
ওরিয়েন্টেশন ক্লাস শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.