ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে ঝালকাঠি জেলা জামায়াতে ইসলামী দলের উদ্যোগে বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারী ও তার উপর গণভোট আয়োজনসহ কেন্দ্র ঘোষিত ৫ দফা দাবিতে জেলা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাফিজুর রহমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, সফল বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পরিবর্তনের ফলে দেশের জনগণ এদেশে সকল কিছুতে একটা বৈপ্লবিক পরিবর্তনের আশা করেছিলো। কিন্তু কিছু কুচক্রী মহল ও স্বার্থান্বেষী মহলের কারণে তা বাধাগ্রস্ত হয়েছে। বিপ্লবের মাধ্যমে সরকার গঠন হলে সেই সরকারই হলো সংবিধান। পিআর নির্বাচনের মাধ্যমে জনগণের শতভাগ ভোট কার্যকরী হয়। কিন্তু একদল লোক না বুঝেই পিআর বিরোধিতা করছে। তাছাড়া জুলাই বিপ্লবের পর নিরপেক্ষ প্রশাসনের থাকার কথা থাকলেও ইতিমধ্যে প্রশাসনের কর্মকর্তাদের ব্যবহারে ব্যাপক পরিবর্তন হয়েছে। যা ইতিমধ্যে ঝালকাঠি জেলার বিভিন্ন প্রশাসনের কর্মকর্তাদের আচরণে পরিস্ফুটিত হয়েছে। এছাড়াও তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোন কোন দল গৌড়ীমসি করছেন। যারা জুলাই শহীদদের চেতনার সাথে গাদ্দারি করছেন জনগণ তাদের মেনে নেবে না। সবশেষ, তারা জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.