ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা ডিবি পুলিশের একটি দল শহরের পৌর মিনি পার্ক,ডিসি পার্ক ও দোকানে বুধবার সকালে অভিযান চালিয়ে শিক্ষার্থীদের স্কুল কলেজের সময় পার্কে দোকানে আড্ডা না দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় টিভি পুলিশ কে দেখে অনেক শিক্ষার্থীরা দ্রুত স্থান ত্যাগ করেন।
সাধারণ মানুষ এ উদ্বেগকে স্বাগত জানিয়েছেন তারা বলেন প্রতিদিন এভাবে অভিযান পরিচালনা করা উচিত।
এ বিষয়ে অভিযান পরিচালনাকারী জেলার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন বলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের নির্দেশে
শিক্ষার্থীদের স্কুল কলেজের সময় পার্কে আড্ডা না দেওয়ার জন্য আমরা সতর্ক করেছি এবং তাদেরকে বুঝিয়ে বলেছি যে পার্কে আড্ডা না দিয়ে বাসায় বসে তোমরা লেখাপড়া করো কাজ হবে।
এবং পুলিশ সুপার মহোদয় আমাদের নির্দেশ দিয়েছে যে প্রতিদিন স্কুল কলেজের সময় অভিযান পরিচালনা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
শিক্ষার্থীদের অভিভাবকদের সহযোগিতা কামনা করেন এবং সন্তানের প্রতি খেয়াল রাখতে বলেন জেলা ডিবি পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.