এস.এম. সাইফুল ইসলাম কবির,বাগেরহাট জেলা প্রতিনিধি :দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাগেরহাটের শরণখোলায় রবিবার রাতে এলাকাবাসী ইয়াবাসহ আটক করে দুই যুবককে পুলিশে দিয়েছে।এ সময় মাদকসেবীদের হামলায় ৩জন গ্রামবাসী আহত হয়েছেন। আটক দুইজনকে সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে। শরণখোলা থানা সূত্রে জানা যায়, রবিবার (১২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার সাউথখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সময় এলাকাবাসী সজীব হাওলাদার (২৩) ও মিরাজ হাওলাদার (২২) নামে দুই মাদক বিক্রেতাকে ধরে পুলিশে দিয়েছেন। এ সময় মাদকসেবীদের হামলায় শফিকুল ইসলাম (৩৫), নাসিম খান (৪০) ও রিয়াদুল হাওলাদার (৩৮) নামে তিনজন গ্রামবাসী আহত হয়। এদের মধ্যে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত শফিকুল ইসলাম শরণখোলা হাসপাতালে ভর্তি রয়েছেন। শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বলেন, আটক দুই মাদকসেবীর কাছ থেকে চার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই লিটন কুমার দাস বাদী হয়ে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন। আসামীদের সোমবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলে ওসি জানান।####
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.