বি এম মনির হোসেনঃ-
১১ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর আনুমানিক ২ টা ৩০ মিনিটে পাবনা মানসিক হাসপাতালের মেইন গেইটে দায়িত্ব পালনকালে আনসার সদস্যদের তৎপরতায় এক ভুয়া এসআই ও তার সহযোগী চারজন ভুয়া কনস্টেবলসহ মোট পাঁচজনকে আটক করা হয়।
দায়িত্বে থাকা আনসার সদস্য জয়নাল আবেদীন এবং জহুরুল ইসলাম হাসপাতালের প্রধান ফটকে দায়িত্ব পালনকালে মোঃ সুমন মিয়া (৪০) নামের এক ব্যক্তি নিজেকে পুলিশের এসআই পরিচয় দিয়ে জানান যে, তিনি তাঁর টিমসহ হাসপাতালের ভেতরে পরিদর্শনে প্রবেশ করবেন। কর্তব্যরত আনসার সদস্য জয়নাল আবেদীন নিয়ম অনুসারে তাকে পরিদর্শন রেজিস্টারে নাম এন্ট্রি করতে বলেন এবং পরিচয় নিশ্চিত করতে আইডি কার্ড দেখতে চান।
এ সময় উক্ত ব্যক্তি আইডি কার্ড প্রদর্শন করতে অস্বীকৃতি জানান, যা আনসার সদস্যদের সন্দেহজনক মনে হলে তাঁরা সাথে সাথে হাসপাতাল কর্তৃপক্ষকে অবগত করেন এবং গেট বন্ধ করে তাদের আটক করে রাখেন।
পরবর্তীতে হাসপাতালের সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করেন এবং তাদের বক্তব্য ও আচরণে সন্দেহ হলে দ্রুত থানায় অবহিত করেন। কিছুক্ষণ পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে ভুয়া এসআই ও তার সহযোগী চার ভুয়া কনস্টেবলসহ মোট পাঁচজনকে নিজেদের হেফাজতে নেন।
পাবনা মানসিক হাসপাতাল কর্তৃপক্ষ কর্তব্যরত আনসার সদস্যদের সতর্কতা, বুদ্ধিমত্তা ও দায়িত্বশীল আচরণের জন্য আন্তরিক প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.