ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের রবিবার সকালে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন টাইফয়েড টিকা সকল শিক্ষার্থীদের নেওয়া দরকার। টাইফয়েড জ্বর হলে শিশুদের মৃত্যু হয়।
আমার টাইফয়েড হয়েছিল সাত টি ইনজেকশন দিতে হয়েছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন টাইফয়েড জ্বর হওয়ার আগে সকল শিক্ষার্থীদের এক টি টিকা নেওয়ার উচিৎ। তা না হলে সাত টি ইনজেকশন নেওয়া লাগবে।এই টিকা নিলে শারীরিক সমস্যার হবে না।
যারা এখনও অনলাইনে রেজিস্ট্রেশন করেনি তারা দ্রুত রেজিস্ট্রেশন করে টাইফয়েড টিকা নেওয়ার জন্য আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মাসুম ইফতেখার,পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেন, ঝালকাঠি পরিবার পরিকল্পনার উপ পরিচালক তাপস কুমার শীল , জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল জব্বার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম মজুমদার ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার প্রাপ্ত সিভিল সার্জন ডাঃ রিফাত আহমেদ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.