নিজস্ব প্রতিবেদক। পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করায় চারজন সহ অজ্ঞাতনামা আরো পাঁচজন সহ মোট নয় জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। সোমবার বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে বিচারক ওই নির্দেশ প্রদান করেন। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হচ্ছে চরমোনাই বিশ্বাস হাটের তুষার, দেলোয়ার ওরফে দুলাল বাড়ি, হেলাল বাড়ি, মুর্তজা সহ অজ্ঞাতনামা ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। চরমোনাই বিশ্বাস হাটের অধিবাসী লিটন হাওলাদার মামলায় উল্লেখ করেন আসামিরা বাদির কাছে ব্যবসা করতে হলে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। বাদি টাকা দিতে অস্বীকার করায় গত দুই অক্টোবর আসামিরা একত্রিত হয়ে দেশীয় অস্ত্রসহ বাদির উপর হামলা চালায় এতে বাদি গুরুতর আহত হয়। আহত অবস্থায় বাঁদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.