পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় মো. শুভ দ্বীন ইসলাম (২৬) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে নিজের চায়ের দোকান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পরিবার। আজ শুক্রবার বাদ আসর তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
শুভ উপজেলার আলীপুর ইউনিয়নের মীর মদন গ্রামের প্রবাসী নুরুল ইসলামের ছেলে। গ্রামে বাড়ির কাছেই তাঁর চায়ের দোকান ছিল।
বাড়ির লোকজন ও স্থানীয় সূত্র জানায়, বিয়ে উপলক্ষে কেনাকাটা, বাড়ি সাজানোর কাজসহ নানা আয়োজন শুভ নিজেই করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে আসা আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা মিলে নাচ-গান করেছেন। শুভও এতে অংশ নেন। এরপর বাড়ির সামনে থাকা নিজের দোকানে যান শুভ। এরপর বাড়ি ফিরতে দেরি দেখে পরিবার খুঁজতে যায় তাঁকে। দোকানে গিয়ে তাঁরা দেখতে পান শুভ দোকানের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন। তাৎক্ষণিক উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
শুভর দাদা আবদুর রব হাওলাদার বলেন, ‘বিয়েতে শুভর সম্মতি ছিল। বিয়ের সকল কেনাকাটা নিজেই করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাড়ির আঙিনায় সকলে মিলে নাচ-গান করছিল। এরপর কিছু না বলে শুভ দোকানে চলে যায়। ফিরতে দেরি দেখে আমরা দোকানে খুঁজতে যাই। দোকানে গিয়ে দেখি আড়ার সঙ্গে ঝুলে আছে। এর বাইরে কী ঘটেছে, আমি জানি না।’
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.