মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালাবার চেষ্টা কালে ইমিগ্রেশন পুলিশের হাতে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার বিকালে দর্শনা ইমিগ্রেশন দিয়ে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও গোপালগঞ্জ সদর উপজেলার মোঃ জহিরুল হকের ছেলে এস এম মুনির (৫০) ভারতে যাওযার চেষ্টা করে।তার পাসপোর্ট ও কাগজপত্র দেখে ইমিগ্রেশন পুলিশের সন্দেহ হয়। পরে তাকে আটক করে দর্শনা থানায় হস্তান্তর করা হয়। ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা এসআই তারিক জানান,এস এম মুনির দীর্ঘদিন ধরে মামলার আসামি হিসেবে আত্মগোপনে ছিলেন। অবশেষে ভারতে পালানোর চেষ্টা করতে গিয়ে পুলিশের জালে ধরা পড়েন। তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় একটি নাশকতা মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে নাশকতা সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জরিত থাকার অভিযোগ রয়েছে। আটকের পর সন্ধ্যায় দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.