মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা আকুন্দবাড়িয়ায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা
এক সার ব্যবসায়ীকে ১লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় দর্শনা থানার আকন্দবাড়িয়া বাজারে চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এক অভিযান চালায়। অভিযানে সার-কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিভিন্ন দোকান পরিদর্শন করা হয়। এ সময় বিক্রয়মূল্য তালিকা প্রদর্শন না করা, অনুমোদনহীন ও নকল পণ্য বিক্রির অভিযোগে বেশ কয়েকটি দোকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
এছাড়া, নকল সার বিক্রির প্রমাণ পাওয়ায় মেসার্স কামরুল ট্রেডার্সের মালিক কামরুল হাসানকে এক লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আসিফ ইকবাল, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি দল।
উল্লেখ্য, এর আগেও কামরুল ট্রেডার্সের বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি, নকল ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক সরবরাহের অভিযোগে একাধিকবার জরিমানা করা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.