শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি-দিনাজপুরের বিরামপুর সীমান্তের জিরো পয়েন্টে রাতের আঁধারে বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে। এ নিয়ে আতঙ্কে আছেন সীমান্তবর্তী বাংলাদেশিরা।
রবিবার (২১ সেপ্টম্বর) দিবাগত গভীর রাতে বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তে বাঁশ দিয়ে এ বেড়া নির্মাণ করা হয়।
স্থানীয় কাটলা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শুকুর আলী সরকার জানিয়েছেন, বিরামপুর উপজেলার খিয়ার মাহমুদপুর সীমান্তের ২৯১/২৯ নম্বর সাব-সীমানা পিলার থেকে ভারতের ১০ গজ ভিতরে বিএসএফ সদস্যরা বাঁশ দিয়ে বেড়া নির্মাণ করেছে। তারা আধা কিলোমিটার লম্বা বেড়া দিয়েছে।
তিনি বলেন, রাতের আঁধারে এই বেড়া নির্মাণ করায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। বিজিবির অবহেলার কারণে বিএসএফ বেড়া নির্মাণ করার সাহস দেখিয়েছে।
এ বিষয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুর দৌলা বলেছেন, বিএসএফ নয়, ভারত সীমান্তের কৃষকরা জমির ধান রক্ষায় গভীর রাতে বেড়া নির্মাণ করেছে। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আজ বিকেল ৫টায় পতাকা বৈঠকের মাধ্যমে বেড়া অপসারণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.