ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
আজকের ক্রাইম নিউজ।
ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় ফুরফুরী ট্রেডার্স নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার মেসার্স তাইবা ট্রেডার্স নামক প্রতিষ্ঠান। যাহার স্বত্বাধিকারী বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের কালিসীমা গ্রামের খুশন আলী ছেলে মোঃ আলী হোসেন।
গত ১৩ই সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৩টায় বিজয়নগর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে মেসার্স তাইবা ট্রেডার্স এর স্বত্বাধিকারী অভিযোগ করে বলেন, উপজেলার চান্দুরা থেকে ভাটিকালিসীমা পর্যন্ত দুই কিলোমিটার নদী খননে বালি উত্তোলন করে ঢাকা সিলেট সিক্সলেন রাস্তায় পিডিএল এর আওতায় বালি দেওয়ার জন্য মেসার্স ফুরফুরী ট্রেডার্স এর কাছ থেকে গত ৩১শে মে ২০২৫ লিখিত চুক্তিপত্রে আবদ্ধ হয়।
চুক্তিপত্রের শর্ত অনুযায়ী ও ফুরফুরী স্বত্বাধিকারী ঢাকা দক্ষিণ বাড্ডার মোঃ মিনাল যাহার লাইসেন্স নং ০০১৬০/১০০ তার চাহিদা অনুযায়ী ব্যাংক ও ডিসি অফিস মোট ২৫ লক্ষ টাকা প্রদান করা হয়।
এমনকি বালি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রাংশের জন্য মোট ১৪ লক্ষ টাকা মালিকদের অগ্রিম প্রদান করিয়াছি।
বর্তমানে ফুরফুরী ট্রেডার্স বালি উত্তোলনের সকল যন্ত্রপাতি আনার পর আমার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। প্রভাব বিস্তারে জেলা বিএনপি সহ-সাধারণ সম্পাদক নুর আলম সিদ্দিকীর সাথে চুক্তিবদ্ধ করেন বলে জানতে পারি।
বর্তমানে আমি এতগুলো টাকা ইনভেস্ট করার পরে, আমার সাথে চুক্তি ভঙ্গ করে এমন আচরণের সুস্থ তদন্তে ন্যায় বিচার প্রার্থনা করছি।
এই ঘটনায় তিনি বিজয়নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং এর অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। মোঃ আলী হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে দ্রুত এই সমস্যার সমাধান এবং তার সম্পাদিত চুক্তি বহাল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তিনি ন্যায়বিচার প্রাপ্তি এবং তার ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.