ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজাপুর উপজেলা মহিলা দলের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় রাজাপুর উপজেলার মায়ের দোয়া কমিউনিটি সেন্টারে এ আয়োজন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিগার সুলতানা নিপু, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদুর রহমান মাসুম মোল্লা, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট নুর হোসেন,এবং উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া সুমন
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন রাজাপুর উপজেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী মোসা মাহমুদা বেগম।
বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার পর বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে এ দেশের রাজনীতিতে যে নতুন দিগন্তের সূচনা করেছিলেন, তারই ধারক ও বাহক হিসেবে মহিলা দল আজও রাজপথে সংগ্রাম করছে। তারা উল্লেখ করেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের প্রতীক। তার অসুস্থতার কারণে দেশের সাধারণ মানুষও গভীরভাবে উদ্বিগ্ন। বক্তারা আরও বলেন, খালেদা জিয়ার সাহসী নেতৃত্ব ছাড়া দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার সুরক্ষিত রাখা সম্ভব নয়।
তারা মহিলা দলের ত্যাগ ও সংগ্রামের প্রশংসা করে বলেন, গ্রাম থেকে শহর— সর্বত্র নারীরা আজ বিএনপির শক্তি হিসেবে গড়ে উঠেছে। মহিলা দলই হচ্ছে বিএনপির প্রাণ, যারা সংকটকালীন সময়ে আন্দোলনকে শক্তিশালী করেছে এবং আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর–কাঠালিয়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঝালকাঠি জেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক গোলাম আজম সৈকত। তিনি জেলা মহিলা দলের নেতৃবৃন্দকে রাজাপুরে আগমন উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানান এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.