মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ মাগুরার সাবেক এমপি শিখরের ভাই আশরাফুজ্জামানকে পুলিশ চুয়াডাঙ্গা রেল ষ্টেশন থেকে গ্রেফতার করেছে।
সোমবার সকাল সাড়ে ৫ টার দিকে মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরের ছোট ভাই এবং মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিশামকে (৪৫)কে সদর থানার পুলিশ চুয়াডাঙ্গা রেল ষ্টেশন থেকে গ্রেফতার করেছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলস্টেশনে অবস্থান করছিলেন। এ সময় পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে একটি তালাবদ্ধ ব্যাগসহ আটক করে থানায় নিয়ে আসে।পুলিশ জানায় আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে মাগুরা ও ঢাকায় একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.