ঝালকাঠি প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি ভবন চত্বরে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক আনিচুর রহমান তাপু, সদর উপজেলা সভাপতি এজাজ হাসান, সাধারণ সম্পাদক খোকন মল্লিক, জেলা বিএনপির সদস্য (দপ্তরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. নুর হোসেন, জেলা যুবদলের আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিচুর রহমান খান, ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান খান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু, শ্রমিকদল সভাপতি টিপু সুলতান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, যুগ্ম আহ্বায়ক হেদায়েতুৃল ইসলাম সোহেল, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবু, তাতিদলের সভাপতি বাচ্চু হাসান খান, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, জেলা জাসাসের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির, সদস্য সচিব মোঃ বাদল বিশ্বাস, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারন সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোঃ কামরুল আহসান, সাধারন সম্পাদক সরদার শহিদুল্লা, জেলা চালক দলের আহবায়ক সানজিদ হোসেন তারেক, সসস্য সচিব মোঃ নয়ন মুন্সি,পোনাবালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার আজিজুল রহমান, সাধারণ সম্পাদক ইউনুস মোল্লা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সুমন সহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দুই হাজারেরও বেশি নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে শেষ হয়। শোভাযাত্রায় দলীয় এবং দেশাত্মবোধক বিভিন্ন গান পরিবেশন করা হয়। সমাবেশ বক্তরা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান এর আদর্শ বহুদলীয় গণতন্ত্র প্রবর্তনে এবং বাংলাদেশ কে স্বনির্ভর দেশ গঠনে নানা মুখি অবদানের কথা তুলে ধরেন। গৌরব, ঐতিহ্য, সংগ্রাম এবং সাফল্যের ধারাবাহিকতা শৃঙ্খলা -শান্তি এবং প্রগতির মাধ্যমে ৪৭ বছর দলের অগ্রযাত্রা দেশের মানুষের কল্যাণে বিএনপির নেতাকর্মী নিয়োজিত রয়েছে এবং থাকার প্রত্যায় ব্যক্ত করা সহ ফ্যাসিবাদ ও তাদের দোসরদের সকল স্বরযন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান এবং ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য অন্তবর্তীকালিন সরকারের প্রতি আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.