ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদরের নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মোঃ রমজানের উপর গত ২৪ শে আগষ্ট রবিবার বিকেলে বেতরা এলাকায় হামলার শিকার হয়। এলাকাবাসী উদ্ধার করে প্রথমে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল রেফার করে।
আহত রমজান নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামের আলাউদ্দিন তালুকদার ।
রমজান তালুকদারের বিচারের দাবিতে নবগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে সড়কে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা বলেন আমরা মানববন্ধন করব এ খবর শুনে অধ্যক্ষ মোঃ আখতার হোসেন আমাদের মানববন্ধন না করার জন্য বাধা প্রদান করেন।
এ বিষয়ে অধ্যক্ষ আক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন আহত শিক্ষার্থীর বিষয় সভাপতিদের সাথে আলাপ করেছি তিনি দু একদিন পরে আসবে এবং বিষয়টি দেখবেন। মানববন্ধনের বাধার বিষয় তিনি বলেন এগুলো মিথ্যা এরকম কোন ঘটনা ঘটেনি।
আহত রমজান তালুকদারের বাবা বলেন আমার ছেলে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসাধীন রয়েছে তার অবস্থা খুবই খারাপ। আমার ছেলের উপরে যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা করব।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোহাম্মদ মনিরুজ্জামান বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.