শান্ত ইসলাম / বরিশাল প্রতিনিধি :
আজ ২৩ আগষ্ট সকাল১০:৪৫ ঘটিাকায় জেলাখানা জেলখানা এসে ডিজিএফআই সাব ইন্সপেক্টর পরিচয় দিয়েছে মেহেদী হাসান শাওন বয়স ২৬ পিতা ফিরোজ আলম সং ঠিকানা নবগ্রাম রোড মোল্লার দোকান হাওলাদার বাড়ি।
ডেপুটি জেলার মোহসেনা স্যারের অফিস কক্ষের ভিতরে প্রবেশ করে নিজেকে ডিজিএফআইয়ের সাব ইন্সেপেক্টর পরিচয় দেয়। তাহাতে কারা কতৃপক্ষের সন্দেহ হয়।পরে তিনি বিভিন্ন জায়গায় ফোন দিয়ে জানতে পারেন যে সে ডিজিএফআই এর লোক তার কোন সত্যতা পাওয়া যায়নি।
বিবৃতিতে জানা যায়, চৌচল্লিশ বির ক্যাম্প কমান্ডার মেজর রাশেদ স্যারের সাথে সোর্স হিসেবে কাজ করেছে বলে জানা যায় ।
ইতিপূর্বে তার নামে সি আর ২৬৪/২৩ এয়ারপোর্ট এনআইএ এক্ট মামলায় জেল খাটিয়াছে।
জেলখানায় একটি মোটরসাইকেল নিয়ে আসে যার নাম্বার হলো বরিশাল মেট্রো হ- ১৩-১৮২২।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.