মাহ তাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে অবৈধভাবে ফিজিশিয়ান স্যাম্পল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকাল ৫ টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী ্অফিসার রফিকুল ইসলাম এর নেতৃত্বে ডুগডুগি হাট বাজারে বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়।
অভিযানকালে কয়েকটি দোকানে নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ রাখা,ফিজিশিয়ান স্যাম্পল এবং লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার প্রমাণ পাওয়া যায়। এ সময় ভ্রাম্যমাণ আদালত দুটি ফার্মেসিকে বিভিন্ন ধারায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে। পাশাপাশি বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
অভিযানে জেলা ড্রাক সুপার আমিনূল ইসলাম, ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক, পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.