মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) দামুড়হুদার পাশ্ববর্তী আনন্দবাস সীমান্ত হতে ভারতে পাচারের সময় ৫১ হাজার ডলারসহ একজনকে আটক করেছে।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে আনন্দবাস ক্যাম্প বিজিবির পক্ষ থেকে আটকের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করা হয়।
এর আগে দুপুরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধীন আনন্দবাস বিওপির বিশেষ টহল দল সহকারী পরিচালক মো. হায়দার আলী সঙ্গিয় ফোর্স নিয়ে ফাঁশিতলা নামক স্থানে এই অভিযান পরিচালনা করে মুজিবনগর উপজেলার আনন্দবাসী গ্রামের মৃত আফসার শেখের ছেলে জাহাঙ্গীর ( ৪৫)কে আটক করে।এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেল ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত ডলার ও অন্যান্য সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ৬২ লাখ ১ হাজার ৫৪০ টাকা।চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আনন্দবাস বিওপির আওতাধীন সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হায়দার আলীর নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র অভিযানিক দল ফাঁশিতলা এলাকায় অবস্থান নেয়। পরে দুপুর ১২টায় সীমান্তের মেইন পিলার ৯৯ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শূন্য লাইন এলাকা থেকে একটি ঘাসের বস্তা নিয়ে বাইসাইকেলে করে আসা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার নির্দেশ দেন। বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি পালানোর চেষ্টা করলে টহল দল তাকে ধাওয়া করে আটক করে। পরে তার সঙ্গে থাকা ঘাসের বস্তাটি তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকানো পাঁচটি প্যাকেটের ভেতর থেকে কালো স্কচটেপ মোড়ানো অবস্থায় ৫১ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়।আনন্দবাস ক্যাম্পের এডি মো. হায়দার আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন যে, ওই ডলারগুলো সীমান্ত পেরিয়ে ভারতে পাচার করার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় নায়েব সুবেদার মো. হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটক আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং উদ্ধারকৃত ডলার আদালতের নির্দেশে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.