শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি :মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশন স্কিম, এসইডিপি পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলা শিক্ষা অফিস ও বিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত অনুষ্ঠানটি উপজেলা অডিটোরিয়াম অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবীর।
শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, প্রকল্পটির পরিচালক প্রফেসর মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, উপ-পরিচালক প্রফেসর শাহনাজ পারভীন কাজল, দিনাজপুর জেলা শিক্ষা মো. অফিসার আলাউদ্দিন আল আজাদ। অনুষ্ঠানে স্কুল-কলেজ ও মাদরাসা পর্যায়ের ৩৩ জন কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।
উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থী ইসরাত জাহান এমি, মো. সাইদ,আনোয়ার অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন। তিন শতাধিক শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.