মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে বসবাসরত ২২ বাংলাদেশি নারী-পুরুষকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বিজিবির কাছে হস্তান্তর করেছে।
বুধবার বেলা ১১টায় দর্শনার জয়নগর সীমান্তের শূন্য রেখায় বৈঠকের মাধ্যমে এসব বাংলাদেশিকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন দর্শনা কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম ও আইসিপি কমান্ডার এনামুল কবির। বিএসএফের পক্ষে ছিলেন গেদে কোম্পানি কমান্ডার রাজেশ কুমার।২২ বাংলাদেশির মধ্যে ১০ জন পুরুষ ও ১২ জন নারী রয়েছেন।ফেরত ব্যক্তিরা হলেন,নোয়াখালী জেলার চানগাজি গ্রামের বেলালের মেয়ে সুমাইয়া আক্তার (১৯),বরিশাল জেলার সন্ধ্যার মানিক গ্রামের আব্দুর রহমানের মেয়ে মিম (১৫),মানিকগঞ্জ জেলার শিকারপুর গ্রামের আলহাজ্ব মোল্লার মেয়ে আয়রিন আক্তার (১৭)
নোয়াখালী জেলার লোকমান গ্রামের সাইফুল ইসলামের মেয়ে হানি সানু (১৮)গাজীপুর জেলার রেহুলাবাড়ি গ্রামের আলী মোল্লার মেয়ে মিম (২০)
খুলনা জেলার হাজীবাড়ি গ্রামের বাবু মিয়ার মেয়ে চাহিদা আক্তার (২৪)
একই জেলার ধরেনহিশদিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে আফরিন খানম (২৭)
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল ফকিরের মেয়ে আবেদা আক্তার (২০),নরসিংদী জেলার গাজুতিয়া গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শিউলি বেগম (৩২),চুয়াডাঙ্গা জেলার চন্দ্রবাস গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে রওশনারা খাতুন (২৩),পিরোজপুর জেলার নবীনগর গ্রামের কালু চৌকিদারের মেয়ে মুন্নি আক্তার (২৬),চট্টগ্রাম জেলার দক্ষিণ সাইদবাড়ি গ্রামের মোস্তাদের ছেলে রোমান (৪২),শরীয়তপুর জেলার মল্লিকা গান্ধী গ্রামের মানিক মিয়ার ছেলে রাশেদ মোল্লা (২১),বাগেরহাট জেলার উত্তর আমরাগাছিয়া গ্রামের সবুর খানের ছেলে আলাউদ্দিন আপন (২২),খুলনা জেলার দড়ি মহেশদিয়া গ্রামের মৃত নুরু শেখের ছেলে আরিফ (৩১)
,নড়াইল জেলার ইসলামপুর গ্রামের গোলাম মোল্লার ছেলে হাবিব মোল্লা (৩৪)
,খুলনা জেলার দড়ি মহেশদিয়া গ্রামের মনসুর আলীর ছেলে তারেক (৩০)
,নড়াইল জেলার বিন্ধাচর গ্রামের মীর মোহাম্মদের ছেলে রোশান আরিজ (৩৫)
,ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর পাইকপাড়া গ্রামের যোগেশ্বর দাসের ছেলে কৃষ্ণ চন্দ্র দাস (২৩),ঢাকা জেলার কাঠালিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫১),নওগাঁ জেলার গাংদরিয়া গ্রামের সিদ্দিকুল ইসলামের মেয়ে মোসাম্মৎ সাথী পারভীন (৩০),ঠাকুরগাঁও জেলার যামন গ্রামের ফজলুর রহমানের ছেলে আরমান আলী (২৩)।তাদের সাথে কথা বলে জানা যায়,
এরা জীবিকার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। ভারতের হায়দরাবাদে বিউটি পার্লার, হোটেল-বার, ড্রাইভিং, দোকান ও হোটেলে কাজ করতেন। সম্প্রতি ভারতের চলমান অভিযানে পুলিশ তাদের আটক করে এবং পরে তাদের কারাগারে পাঠানো হয়।তারা বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
বিজিবি-৬ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, "তাদের ঠিকানা যাচাই-বাছাই করে সঠিক পাওয়ায় গ্রহণ করা হয়েছে। তারা সকলেই বাংলাদেশি নাগরিক। এরপর তাদের দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।"দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর বলেন, "এসব বাংলাদেশি নাগরিকদের নিজ নিজ ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করা হবে।"
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.