ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের সদর থানার সামনে বহুতল ভবনে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে রবিবার দুপুরে ইয়াবা, বিদেশী মদ ও গাঁজাসহ ৪ মাদকসেবী আটক করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
আটককৃতরা হলো পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামের মৃত তৈয়ুব আলি খানের ছেলে মোঃ হাকিম খান, শহরের বাকলাই সড়কের আব্দুল খালেক মোল্লার ছেলে মোঃ মনির হোসেন , পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল গ্রামের মোঃ মাসুম হাওলাদারের ছেলে মোঃ সাগর , এবং পোনাবালিয়া ইউনিয়নের কিস্তাকাঠি গ্রামের মোঃ আনছার আলী হাওলাদারের ছেলে মোঃ হুমায়ুন হাওলাদার।
এ বিষয়ে ঝালকাঠি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর আকবর হোসেন বলেন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান সদর থানার সামনে বিসমিল্লাহ ভবন অভিযান চালিয়ে ৪০গ্রাম গাঁজা, ইয়াবা-৪ পিস, অ্যালকোহল যুক্ত বিদেশী মদ- ১০০ মি.লি উদ্ধার ও ৪ মাদক সেবীকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাজে নিয়ে যাওয়া হয়।
আটককৃত মাদক সেবীদের ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ২০০০ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারনে প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.