মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা প্রেসক্লাবে সাংবাদিকদের উদ্যোগে গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে পিটিয়ে আহত করার প্রতিবাদে সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় দর্শনা প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির যৌথ উদ্যোগে প্রেসক্লাবের সামনে দর্শনা- মুজিবনগর সড়কে অনুস্ঠিত হয়।এসময়
সাংবাদিকরা বলেন, রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভূমিকা পালন করে সাংবাদিকরা। অথচ রাষ্ট্রের সেই স্তম্বের নিরাপত্তায় কোনো কোনো আইন নেই। আমরা চাই সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি আইন তৈরি করা হোক। দেশের সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।'
সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দ্রুত বিচার আইনে বিচারের দাবি জানিয়ে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের কাছে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধনে বক্তব্য দেন, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল,দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি মোহাম্মদ হারুন, দর্শনা সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, গণউন্নয়ন গ্রন্থাগারের সভাপতি আবু সুফিয়ান, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি সামসুজ্জোহা পলাশ, প্রবাসী সাংবাদিক শাফায়াত উল্লাহ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য রেজাউল করীম লিটন, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেন, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানজির ফয়সাল,সাবেক সাধারণ সম্পাদক আহসান হাবীব মামুন, সদস্য চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি হানিফ মন্ডল, সাবেক সহসভাপতি মাহমুদ হাসান রনি, সাবেক সভাপতি মনিরুজ্জামান,রিফাত হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.