“গণসচেতনতাবোধ সৃষ্টি ও সততা চর্চা”– এই মূল প্রতিপাদ্য সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৫।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) সকাল ১০টায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি,
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও বরিশাল জেলা দুর্নীতি দমন কমিশন এর সহযোগিতায় এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা, সততা ও দুর্নীতিবিরোধী চেতনা জাগ্রত করার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জমজমাট বিতর্ক অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের নৈতিক মানসিকতা গড়ে তোলা জরুরি। এ ধরনের আয়োজন নিয়মিত করা হলে ভবিষ্যৎ প্রজন্ম আরও দায়িত্বশীল হয়ে উঠবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.