মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ন পাচার কালে বাংলাদেশ বর্ডার গার্ড (৬ বিজিবি)এর হাতে ২১টি স্বর্ণের বারসহ পুকুরের ডোবায় লাফ দিয়ে পালানোর সময় এক চোরাকারবারী আটক হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান সাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানায়, ভারত সীমান্ত হয়ে স্বর্ণ চোরাচালানের একটি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির আওতাধীন ইশ্বরচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির একটি বিশেষ আভিযানিক দল। অভিযানের সময় সীমান্ত পিলার ৭৫/৩-এস হতে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ইশ্বরচন্দ্রপুর গ্রামে অবস্থানকালে মোটরসাইকেলযোগে ২ জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখে তাদের থামার সংকেত দেয় বিজিবি সদস্যরা। এ সময় এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়, অপরজন পাশের পুকুরে ঝাঁপ দেয়। পরবর্তীতে বিজিবি টহলদল পানিতে নেমে তাকে আটক করে। আটকের সময় তার দেহ তল্লাশিকালে স্কচটেপ মোড়ানো একটি প্যাকেট এবং পুকুরে ফেলে দেওয়া আরও একটি প্যাকেট উদ্ধার করে বিজিবি। উভয় প্যাকেট খুলে মোট ২১টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়াও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন এবং নগদ ২০২ টাকা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্বর্ণবারগুলোর ওজন ২,৪৪৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৬০ লাখ ৪০ হাজার ৮৯০ টাকা। এ ঘটনায় নায়েক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করেন। আটককৃত আসামিকে দর্শনা থানায় হস্তান্তর ও জব্দকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.