মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বিমুখী সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কৃতি শিক্ষার্থীদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ২০২৪-২৫ ইং অর্থ বছরের প্রনোদনার আওতায় এ সব চারা বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের ৯৫০ কৃতি শিক্ষার্থীর মাঝে পর্যায়ক্রমে বিতরণ করা হবে।
সোমবার (৪ আগষ্ট) বিকেল ৩ টায় উপজেলার রাণীগঞ্জ ২য় দ্বিমুখী সরকারি স্কুল এ্যান্ড কলেজ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৬৪ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ৪টি করে কাঠাল গাছের চারা বিতরণ করা হয়।
চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুজ্জামান। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি অফিসার খাদিজাতুল কুবরা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার কামরুজ্জামান, উপ-সহকারী কৃষি অফিসার মমদেল হোসেন, সাখাওয়াত হোসেন ও সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেনসহ অনেকে।
শেষে ৩ জন পেঁয়াজ চাষীকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘোড়াঘাটের পক্ষ থেকে এয়ার ফ্লো মেশিন বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.