বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-ঢাকা মহাসড়ক যেন দিনে দিনে মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) দুপুর ১২:৩০ মিনিটে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এয়ারপোর্ট মোড়ে ঘটে গেল আরেকটি দুর্ঘটনা। ঢাকা থেকে বরিশালগামী অন্তরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১২-১৩৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে প্রেরণ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি দ্রুতগতিতে মোড় অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, মহাসড়কের এই অংশে বারবার দুর্ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নেয়নি।
স্থানীয়দের দাবি, রহমতপুর মোড়সহ আশপাশের ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং গতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.