তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়া সীমান্ত দিয়ে ৭জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার ভোরে উপজেলার ভজনপুর সীমান্ত দিয়ে পুশইন করা হয় তাদের।
বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার ভোরে উপজেলার ভজনপুর সীমান্ত মেইন পিলার ৭৩৯/২০-আর এলাকা দিয়ে ৭ জনকে পুশইন করেন। স্থানীয়রা তাদেরকে ঘুরাফেরা করতে দেখে বিজিবিকে খবর দেয়। বিজিবি ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে থানার পুলিশের কাছে হস্তান্তর করে। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে বিভিন্ন জায়গায় কাজ করছিলেন। সম্প্রতি তাদের উড়িষ্যা, মহারাষ্ট্রসহ বিভিন্নস্থান থেকে আটক করে ভারতীয় পুলিশ। আটকের পর বিমান যোগে শিলিগুঁড়ি নিয়ে বিএসএফের কাছে হস্তান্তর করলে বিএসএফ সদস্যরা তাদের সীমান্তে এনে বাংলাদেশে পুশইন করেন।
আটককৃতরা হলেন- ফরিদপুরের সালথা উপজেলার ফুলবাড়িয়া খরের কান্দি গ্রামের শাহাজাহান মোল্লার ছেলে জুনাইদ হোসেন (৩০), নগরকান্দা উপজেলার কাজলিয়া দেলবাড়িয়া এলাকার সোলেমান মিঞার ছেলে শাহীন মিঞা(৪৫), নগরকান্দা উপজেলার পোড়াদিয়া মদ্যকিচাহল এলাকার আয়ুব মিঞার চেলে নয়ন মিঞা (৩৮), ভাঙ্গা উপজেলার আলগী শুকনি এলাকার হারুন সর্দারের ছেলে সাইফুল সর্দার (৩৪),নগরকান্দি উপজেলার কোদালিয়া গ্রামের আ: লতিফের ছেলে নুর মোহাম্মদ (৪৬), সিলেটের কানাইঘাট উপজেলার রহিমা মাদরাসা বাটিবারাপাইত এলাকার ফোয়াজ উদ্দীনের ছেলে জাহাঙ্গীর আলম(৩০) ও হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আ: হাইয়ের ছেলে ফয়সাল আলিম (২৬) ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া জানান, সীমান্তে বিজিবি ৭ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদেরকে নিরাপদে শেল্টার হোমে রাখা হবে। আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করে পরিবারের হাতে তুলে দেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.