বেলাল হোসেন সিকদার//
বরিশালের মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের বদৌলতে বরিশাল জেলার অনেক গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলদারদের হাত থেকে উদ্ধার হয়ে দৃষ্টিনন্দন স্থান হিসেবে পরিণত হচ্ছে।
এই সামাজিক কাজ করার জন্য বরিশাল জেলার সর্বমহলে প্রশংসায় ভাসছেন বরিশালের মানবিক জেলা প্রশাসক।
বরিশাল জেলার অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখলদারদের হাত থেকে উদ্ধার করে সাধারণ মানুষের কল্যাণে বরিশাল জেলা প্রশাসক উন্মুক্ত করে দিয়েছেন।
সেই সাথে বরিশাল জেলা প্রশাসক সার্বক্ষণিক জনগণের কল্যাণের জন্য কাজ করে যাচ্ছেন।ইতিমধ্যেই বরিশালে মানবিক জেলা প্রশাসক হিসেবে স্বীকৃতিও পেয়েছেন সাধারণ মানুষের কাছ থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বরিশাল জেলা প্রশাসকের অনেক উন্নয়নমূলক কাজের উদাহরণ রয়েছে তার মধ্য হতে গুরুত্বপূর্ণ কয়েকটি তুলে ধরা হলো,
বরিশাল পরেশ সাগর মাঠ দীর্ঘ প্রায় ২০ বছর পরে অবৈধ দখলদারদের হাত থেকে অবৈধ স্থাপনার দখলমুক্ত করেন বরিশালের মানবিক জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন।বরিশাল জিলা স্কুল এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন, বরিশাল বিভাগ তথা দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী বরিশাল জিলা স্কুল ১৮২৯ সালে 'বরিশাল ইংলিশ স্কুল' নামে প্রতিষ্ঠিত হয়। ১৮৫৩ সালে ব্রিটিশ সরকার এর ব্যয়ভার ও পরিচালনার দায়িত্ব নেয়ার পর থেকে এর নাম হয় 'বরিশাল জিলা স্কুল'। এটি বাংলাদেশের সর্বপ্রাচীন ও আয়তনের দিক থেকে বৃহৎ মাধ্যমিক স্কুল।
স্কুলের সীমানায় অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহী পরেশ সাগর মাঠ ২০ বছর ধরে অবৈধ দখলদারদের কবলে ছিলো। গতকাল ৩ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক বরিশাল এর হস্তক্ষেপে এবং স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বরিশাল সিটি কর্পোরেশনের সহযোগিতায় অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল ভিলেজ পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন করে সাধারণ মানুষের জন্য একটি সৌন্দর্যময় স্থান করে দিয়েছেন বরিশাল জেলা প্রশাসক।
বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অংশে ফুলের বাগান করে একটি সুন্দর পরিবেশ গড়ে তুলেছেন বরিশাল জেলা প্রশাসক।
বরিশাল জেলা প্রশাসকের উদ্যোগে ও অন্যান্য দপ্তরের সহযোগিতায় বরিশাল জেলখাল সহ নগরী আরো কয়েকটি গুরুত্বপূর্ণ খালকে আবর্জনা মুক্ত করে খনন কাজ করেছেন। যার কারনে বরিশাল শহরে অনেক মরা খাল জীবিত হয়েছে।একটু বৃষ্টি বাদল হলেই পানি বন্ধী জীবন থেকে উপকৃত হয়েছেন বরিশালের শহরবাসী।
এছাড়াও বরিশাল জেলার অনেক গুরুত্বপূর্ণ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসায় উন্নয়নে অবদান রেখেছেন বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বরিশাল জেলা প্রশাসকের এমন ভালো উদ্যোগের প্রশংসা করেছেন বরিশালের বিভিন্ন মহল।
প্রতিনিয়ত বরিশালের জেলা প্রশাসক একের পর এক মানবিক কাজ এবং সরকারের রাজস্ব আদায়ের ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন তা এখন বরিশাল বাসি মুখে মুখে আলোচনা হচ্ছে।এসব ভালো কাজের জন্য সর্বমহলের প্রশংসা কুড়িয়েছেন বরিশাল জেলা প্রশাসক।
বরিশালে জেলা প্রশাসক কার্যালয় আশা একাধিক ব্যক্তি বলেন বরিশালের বর্তমান জেলা প্রশাসক একজন সাধারন মানুষের মতো আমাদের সাথে আচরণ করে তিনি যে একজন জেলার সর্বোচ্চ কর্মকর্তা তা তার কথাবার্তা আচার-আচরণ বুঝা যাচ্ছে না তিনি সর্বদাই সাধারণ মানুষের সাথে তাদের সুখ-দুঃখ ভাগাভাগি করে নিয়ে হাসিখুশি ভাবে কথা বলেন। তারা আরো বলেন জেলা প্রশাসকের সাধ্যমত আমাদের সুখ-দুঃখ কষ্ট সমাধানের চেষ্টা করেন এসব সাধারণ মানুষ সর্বদাই জেলা প্রশাসকের জন্য দোয়া ও প্রশংসা করেন তারা আরো বলেন এরকম অফিসার যদি সরকারের সকল দপ্তরে থাকতো তাহলে সাধারণ মানুষের সেবা পেতে আর কোন সমস্যা হতো না।
সম্প্রতি বরিশাল জেলার বিভিন্ন স্পটের বালু মহলের টেন্ডার এ জেলা প্রশাসকের সরাসরি হস্তক্ষেপের কারণে সরকার রাজস্ব পেয়েছে বিগত বছরের তুলনায় কয়েক গুণ বেশি।
সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বরিশাল নগরীতে পরেশ সাগর মাঠের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যা কোন জেলা প্রশাসক ইতিপূর্বে করতে পারেনি বা করার সাহসও দেখাননি। বর্তমান জেলা প্রশাসক এমন সাহসী কর্মকান্ডে প্রশাসনের মান মর্যাদা অনেক গুনে বেরিয়ে গিয়েছে বলে ধারণা করেন বরিশালের সচেতন মহল।
উচ্ছেদ কৃত জমিতে শরীরচর্চার জন্য ওয়ারর্কিং পার্ক এবং বাচ্চাদের জন্য একটি খেলাধুলার মাঠ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক। দ্রুত এই উন্নয়নমূলক কাজ শুরু করবে বলে জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.