তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)র আওতায় কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে বর্ণাঢ্য আয়োজনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর পঞ্চগড়ের উপ-পরিচালক আব্দুল মতিন ।
প্রজেক্টরের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান), সুবোধ চন্দ্র রায়, পার্টনার প্রকল্প দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় অফিসার মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই প্রোগ্রামের মূল লক্ষ্য হলো কৃষি ও পুষ্টি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করা। শুধুমাত্র খাদ্য উৎপাদন নয়, বরং পুষ্টিমান নিশ্চিত করে একটি সুস্থ্য ও আত্মনির্ভরশীল জনগোষ্ঠী গড়ে তোলা জরুরি। কৃষক স্কুলের মাধ্যমে মাঠ পর্যায়ে সরাসরি শিক্ষা প্রদান করা হয়। কৃষক কখন কোন সার বীজ কি পরিমান প্রয়োগ করবে তা শিখানো হয়।
এছাড়া পার্টনার প্রোগ্রামের কার্যক্রম ও লক্ষ্যসমূহ তুলে ধরেন এবং ভবিষ্যতে কীভাবে এ কার্যক্রম আরও সম্প্রসারিত হতে পারে, সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ স্থানীয় উদ্যোক্তা, কৃষক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.