মাহমুদ হাসান
রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ দামুড়হুদায় ওয়েভ ফাউন্ডেশনে উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ দিবস পালিত হয়েছে।
সোমবার সকাল ১০ টায় পিকেএসএফ এর সহায়তায় দর্শনা ওয়েভ ফাউন্ডেশন এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার এর হল রুমে আলোচনা সভাপতিত্ব করেন
ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারি কমিশনার ভূমি ও দর্শনা পৌর প্রশাসক কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাভা, চুয়াডাঙ্গা সদর উপজেলা লোকমোর্চা সভাপতি এডভোকেট মানিক আকবর, সাধারণ সম্পাদক লাইলা পারভীন প্রমুখ।কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন এগ্রো ইকোলজি প্রকল্পের ফিল্ড সমন্বয়কারী সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন পৃথিবী আজ বিপর্যয়ের তার প্রান্তে। একদিকে আমরা মানুষ হিসাবে প্রকৃতিকে ধ্বংস করছি অন্যদিকে প্রকৃতি আমাদেরকে ধ্বংস করছে। এক সময় আমাদের দেশে খাল বিলে প্রচুর দেশি মাছ পাওয়া যেত। রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের ফলে তা প্রায় বিলুপ্তির মুখে। পাহাড়ের মাটি কেটে, গাছপালা নিধন করে, নদী নালা খাল বিল ভরাট করে জনবসতি গড়ে তুলছি। ফলে এখন দেখা দিচ্ছে পাহাড় ধস, অনাবৃষ্টি,ঝড়, তুফান ও বন্যার বিভিন্ন ধরনের দুর্যোগ। আমাদের ওয়াদা করতে হবে নদী নালাখাল বিলের মাটি ভরাট করে, গাছপালা নিধন করে, কীটনাশক রাসায়নিক সার ব্যবহার করে প্রকৃতিকে ক্ষতি করব না। যত্রতত্র জনবসতি গড়ে তুলবো না। আলোচনা সভা শেষে র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.