বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ রিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া নদী ভাঙন কবলিত এলাকার চার দারিদ্র্য পরিবারকে তাৎক্ষণিক সহায়তা প্রদান করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদ।
তিনি নদী ভাঙনের সংবাদ পেয়েই ইউনিয়ন জনপ্রতিনিধির মাধ্যমে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিয়েছেন।
শনিবার (২৬ জুলাই) বিকালে সন্ধ্যা নদী ভাঙন কবলিত জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া এলাকার চার ভুক্তভোগী পরিবারের সদস্যদের উপজেলা পরিষদ কার্যালয়ে ঢেকে নিয়ে তাদেরকে সহায়তা প্রদান করেন।
এসময়ে উপজেলা পরিষদ থেকে চার পরিবারকে ৬৪ পিস ঢেউটিন ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন। সন্ধ্যা নদীর গর্ভে বিলীন হওয়া ভুক্তভোগী চারজন হলেন মজিদ বেপারি, আজিদ বেপারি, সালেক বেপারি ও বারেক বেপারি।
তখন ঢেউটিন ও কিছু খাদ্য সামগ্রী বিতরণ সময়ে অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু, ইউপি সদস্য কাইউম হোসেন, চরগোগল পাতিয়া এলাকার যুব সমাজের পক্ষে নাজমুল ইসলাম।
মানবিক দিক বিবেচনায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সার্মথ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান ইউএনও ফারুক আহমেদ ।
ইউএনও'র এই তাৎক্ষণিক পদক্ষেপ নদী ভাঙ্গন এলাকার মানুষের মধ্যে স্বস্তি এনে দিয়েছে এবং তাদের মনোবল বৃদ্ধিতে সহায়ক হয়েছে। তিনি ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করবেন।
উল্লেখ, শুক্রবার (২৫ জুলাই ) রাতে সন্ধ্যা নদীর আকস্মিক ভাঙনে উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের দক্ষিণ চরহোগল পাতিয়া গ্রামের দারিদ্র্য অসহায় চারটি পরিবারের বসতবাড়ি নদীগর্ভে বিলীন হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.