মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃচুয়াডাঙ্গার জীবননগরের একটি গ্রামে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করে পালিয়েছে একদল দূর্বৃত্ত।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের দিদার আলীর ছেলে মনিরুল ইসলাম ফেলা (৫০) নামের এক ব্যক্তিকে নিজ বাড়ীতে একদল দূর্বৃত্ত কেটে হত্যা করে পালিয়ে যায়।এসময় তার স্ত্রী পাপিয়া খাতুন ও ছেলে রাজু আহম্মেদ বাড়িতে ছিলেন না। অন্যদিকে প্রতিবেশীরা ছুটে এসে পুলিশকে খবর দেয়।জীবননগ থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস হত্যার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এক ব্যক্তিকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।স্থানীয় ইউপি মেম্বর মো. উসমান আলি বলেন, কয়েক মাস আগে উপজেলার বালিরহুদা গ্রাম থেকে এসে আমাদের হাসাদাহ ইউনিয়নের মাধবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জমি কিনে মনিরুল বাড়ি করে বসবাস করে আসছিলেন। তিনি কৃষি কাজ,কখনো কলার ব্যবসাসহ দিনমজুরের কাজ করতেন।
তিনি আরও বলেন, হঠাৎ আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে শুনতে পাই কেউ তার বাড়িতে ঢুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তবে কারা এবং কি জন্য এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.