বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি ঃ
বরিশালের বাবুগঞ্জে মাধ্যমিক শিক্ষায় শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়েছে। বাবুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে ২৪ জুলাই ২০২৫ বৃহস্পতিবার এক অনাড়ম্বর পরিবেশে অনুষ্ঠিত হলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বরিশাল জেলা শিক্ষা অফিস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত উপ পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিচালক মোঃ ওবায়দুল ইসলাম এবং ভারপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃ হারুনুর রশীদ ।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের অবদান অনস্বীকার্য। শ্রেষ্ঠদের পুরস্কৃত করার মাধ্যমে নতুন উদ্দীপনার সৃষ্টি হয়।
রাশেদ খান মেনন মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু জাফর শিকদারের সঞ্চালনায় এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক অফিসার নাসরিন জোবায়দা, চাদপাশা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তাহমিনা আক্তার , বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ আহমেদ মুন্না প্রমূখ।
অনুষ্ঠানে ২০২৩ সালে বাবুগঞ্জ উপজেলার
SSC পরীক্ষা, দাখিল ও SSC (ভোকেশনাল) পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রতিটি উপজেলার বিশেষ ব্যবস্থাপনায় পরিচালিত প্রতিষ্ঠানসহ সকল স্কুল ও মাদ্রাসার সবোর্চ্চ নম্বরধারী ১জন ছাত্র এবং সবোচ্চ নম্বরধারী ১জন ছাত্রীকে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.