ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)র অভিযানে বুধবার ২৩ জুলাই সকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ৩নং ওয়ার্ডের কৃষ্ণকাঠি এলাকায় আব্দুল মান্নান খানের ঘরে অভিযান চালিয়ে মান্নান খানের দুই ছেলে ইমরান খান ও রমজান খানকে ১০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ৩৩৭০ টাকা সহ আটক করে।
এলাকাবাসী বলেন এরা মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ব্যবসা করে আসছে। এলাকার যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে।
অপর দিকে দুপুরে রাজাপুর উপজেলার শরিফ মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মৃত নুর মোহাম্মদ গাজীর ছেলে সমীর গাজীকে আটক করে। দুটি অভিযানের নেতৃত্ব দেন এস আই মহিউদ্দিন আহম্মেদ (পিপিএম)।
এবিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি )মোঃ সেলিম উদ্দিন বলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের নির্দেশে মাদক বিরোধী অভিযানে জেলাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
আজকের মাদক বিরোধী দুটি অভিযানে আলাদা দুটি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.