মাহমুদ হাসান
রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার জীবননগরের এক স্কুলছাত্রীক বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে অভিযুকাত সাজ্জাদ নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে।
বুধবার জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস সঙ্গীয় ফোর্স জীবননগর পৌরসভার নারায়ণপুর গ্রামের আশরাফ উদ্দীনের ছেলে সাজ্জাত হোসেন(২০) কে তার বাড়ি হতে গ্রেফতার করে।এর আগে ভুক্তভোগীর বাবা মঙ্গলবার জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে বলেন,তার মেয়ে স্কুলে যাওয়ার পথে অভিযুক্ত সাজ্জাদ প্রায়ই তাকে নানারকম কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত ১৫ জুলাই বিকালে জীবননগর বাজার থেকে তার মেয়ে বাড়ি ফেরার পথে অভিযুক্ত সাজ্জাদ তাকে ফুসলিয়ে ও বিয়ের মিথ্যা প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে তার মামা আব্দুল হালিমের বাড়িতে নিয়ে যায়। সেখানে তার মেয়ের ইচ্ছার বিরুদ্ধে সাজ্জাদ জোরপূর্বক ধর্ষণ করে। পরে জীবননগর নারায়ণপুর গ্রামে জনৈক শরিফুলের বাড়িতে নিয়ে আসে। সেখানেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে সাজ্জাদ।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ভুক্তভোগী মেয়ের বাবা মঙ্গলবার থানায় এসে ধর্ষক সাজ্জাদের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাদকে গ্রেফতার করা হয়। আসামির বিরুদ্ধে জীবননগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.