মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কার্যালয়ে ঋণের টাকা পরিশোধ না করায় বাকা গ্রামের এক নারীকে কৌশলে ডেকে এনে অফিসের বারান্দায় অন্ধকার রাতে তালাবদ্ধ রাখা অবস্থায় পুলিশ এসে উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যার পর জীবননগর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)'র নারী কর্মী আবেদা সুলতানা ঋণের কিস্তির টাকা না পেয়ে জীবননগর উপজেলার বাকা গ্রামেন নুরনাহার খাতুন (৪৭)কে কৌশলে বাড়ি থেকে অফিসে ডেকে নিয়ে আসে। পরে তাদের ভাষ্যমতে পাওনা ২ লাখ ৩০ হাজার টাকা দাবী করে।কিন্তু ঐ নারী ১০ হাজার টাকা নিয়ে আসলেও তা না মেনে অফিসের বারান্দায় রাতের অন্ধকারে তালাবদ্ধ করে রাখে।
অভিযুক্ত নুরনাহার জানান,অসুস্থতার কারণে সময়মতো কিস্তির টাকা পরিশোধ করতে পারেনি। বৃহস্পতিবার ১০ হাজার টাকা নিয়ে বিআরডিবি অফিসে গেলে মাঠকর্মী আবেদা সুলতানা অবশিষ্ট টাকা পরিশোধ না করায় অফিসের বারান্দায় তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যান।এ বিষয়ে মাঠকর্মী আবেদা সুলতানা বলেন, নুরনাহার খাতুনের কাছে ২ লাখ ৩০ হাজার টাকা অফিসের পাওনা আছে। তিনি বারবার কিস্তি বকেয়া টাকা দিচ্ছেনা। অফিস আমার বেতন থেকে কেটে নিচ্ছে। তাই আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি যাতে তারা টাকার নিশ্চয়তা দিয়ে তাকে নিয়ে যায়।পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেয়।জীবননগর পল্লী উন্নয়ন বোর্ডের প্রধান কর্মকর্তা তারিক জামাল বলেন, নুরনাহার ৩ লাখ টাকা ঋণ নিয়েছেন। মেয়াদ শেষ হলেও তিনি পুরো টাকা ফেরত দেননি। আজ তিনি ১০ হাজার টাকা নিয়ে অফিসে আসেন। আমরা তার পরিবারের লোকজনকে ডেকে মীমাংসা করতে বলি। তবে তাকে অন্ধকারে তালাবদ্ধ করে রাখা হয়েছে, বিষয়টি আমার জানা ছিল না।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করি। এখন পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.