জামাল কাড়াল, বরিশাল
বরিশালের গৌরনদীতে ১৬১ পিস ইয়াবাসহ শাহিদুল ইসলাম ব্যাপারী নামের এক আইনজীবীর সহকারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন ফিশারি রোড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক শাহিদুল ইসলাম ব্যাপারী উপজেলার কটকস্থল গ্রামের বাসিন্দা হাসেম ব্যাপারীর ছেলে। তিনি নিজেকে বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে পরিচয় দিয়েছেন।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গৌরনদী সার্কেলের সহকারী পরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় বলেন, মঙ্গলবার রাত ৯টার দিকে গৌরনদী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন ফিশারি রোড এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় শাহিদুল ইসলাম ব্যাপারী মোটরসাইকেলে বরিশালের দিকে যাচ্ছিলেন। গৌরনদীর ফিশারি রোড এলাকায় তাঁকে থামিয়ে দেহ তল্লাশি করে ১৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া বলেন, ‘আটকের পর শাহিদুলকে থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ বেল্লাল তালুকদার
প্রধান কার্যালয় ফ্লাট#এ ৫ ট্রফিকাল হোম ৫৫/৫৬ শহীদ সাংবাদিক সেলিনা পারভীন রোড মগবাজার রমনা ঢাকা-১২১৭
মোবাইল নং- 01712573978
ই-মেইল:- ajkercrimenews@gmail.com
Copyright © 2025 আজকের ক্রাইম নিউজ. All rights reserved.